ইতিহাসের পাতায় বাংলাদেশের ২য় স্থানে আছে চাঁন্দা বিলের নাম। আর সেই চাঁন্দা বিলের মাঝে অবস্থিত ১৫নং কাশালিয়া ইউনিয়ন। কাশালিয়া ইউনিয়নে পর্যটকদের ভিড় না থাকলে ও বাংলার আসল ঐতিজ্য বহন করে চলেছে এই কাশালিয়া ইউনিয়ন। সারা ইউনিয়ন জুড়ে রয়েছে সবুজে শ্যামলে ভরা,রয়েছে লাল শাপলার মনোরম পরিবেশ মুখর ইতিহাসের স্বাক্ষী চাঁন্দা বিল।যে বিলে রয়েছে হাজারো প্রকৃতির মাছ।আবার পৌষ মাস আসলে ভরে উঠে রবি শস্যের ফুলের রঙ্গে।চৈত্র মাসে মাঠ ভরে থাকে সোনার ধানে।
এমনই বর্নিল প্রকৃতির স্বাক্ষী এই ছবি। ....................................নির্মানে.................রিপন.............
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS