বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে সকল জেলা থেকে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করার ব্যবস্থা গ্রহন করেছে। বুনিয়াদী প্রশিক্ষণ শেষে প্রকৃত মেধাসম্পন্ন ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তির সুযোগ দেয়া হবে। গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে আগামী ১৩ এপ্রিল ২০১৭ খ্রিঃ তারিখে আর্চারী, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, সাঁতার, তায়কোয়ানডো, টেবিল টেনিস, টেনিস, ভলিবল, ও উশু ক্রীড়া সমূহে ৮ হতে ১৪ বৎসরের ছেলে মেয়েদের প্রশিক্ষণের জন্য বাছাই ও নির্বাচন করা হবে।
আগ্রহী প্রতিভাবান খেলোয়াড়দের উল্লেখিত তারিখ ও স্থানে সকাল ৮.০০ টায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS